সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মাজারপাশ থেকে সিরাজুন বেগম (৪৫) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সকালে নন্দিরগাঁও ইউনিয়নের সালুটিকর গোয়াইনঘাট সড়কের পাশে দামারী মান উল্লাহ শাহ মাজারের কাছে এ ঘটনা ঘটে।
মৃত সিরাজুন বেগম উপজেলার কান্দিগাঁও গ্রামের ওমান প্রবাসী আসাব মিয়ার স্ত্রী। পরিবার ও পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন এবং প্রায়ই বিভিন্ন মাজারে ঘুরে বেড়াতেন।
স্থানীয়রা সকালে মাজারের পাশে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে সালুটিকর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
সালুটিকর তদন্ত কেন্দ্রের এসআই শাহাব উদ্দিন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
