সিলেটের গোয়াইনঘাটে নৌকাডুবিতে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার


সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইছামতি নদীতে চোরাই পণ্য ও চোরাকারবারিদের ধরতে গিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য সিপাহী মাসুম বিল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর আজ রোববার বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

বিজিবি-৪৮ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল শনিবার বিকেল ৫টার দিকে গোয়াইনঘাটের পিয়াইন নদীর পন্নগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভারতের একটি পণ্যবাহী নৌকাকে থামানোর জন্য দুই বিজিবি সদস্য নৌকা নিয়ে যাচ্ছিলেন। এসময় দুটি নৌকার মধ্যে ধাক্কা লাগলে নৌকা দুটিই ডুবে যায়।

দুর্ঘটনার পর নৌকায় থাকা আরেক বিজিবি সদস্য এবং মাঝি সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সিপাহী মাসুম বিল্লাহ নিখোঁজ হন। এরপর থেকে স্থানীয় লোকজন ও উদ্ধারকারী দল তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। অবশেষে আজ বিকেল ৫টায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত মাসুম বিল্লাহ বিজিবি-৪৮ ব্যাটেলিয়নের সোনারহাট ক্যাম্পের সৈনিক ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন