বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে এবং দলের নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিশ্বনাথ পৌরশহরে (৯ আগস্ট ) শনিবার বিকেলে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপজেলার আটটি ইউনিয়ন ও বিশ্বনাথ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিকেল সাড়ে ৪টায় রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে জড়ো হন। এরপর এই মাঠ থেকে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ‘ইলিয়াস-লুনা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
মিছিল শেষে প্রবাসী চত্বরে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক লিলু মিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই।
বক্তারা বলেন, “ইলিয়াস আলীর সাজানো বাগানকে কেউ ধ্বংস করতে পারবে না। যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা একসময় তার হাত ধরেই জনপ্রতিনিধি হয়েছিল।” তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাহসিনা রুশদীর লুনাকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। এছাড়া বক্তারা উল্লেখ করেন, এই গণমিছিল প্রমাণ করে “বিশ্বনাথের মাটি ইলিয়াস আলীর ঘাঁটি।”
পথসভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি ডা. মাহবুব আলী জহির, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সম্পাদক এমাদউদ্দিন খান চেয়ারম্যান, আব্দুল মোমিন মামুন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শামছুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এনামুল হক এনাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ইরন মিয়া, উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুক আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রবেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা এবং আরও অনেকে।