জানা যাত,২০২০ সালের ১০ অক্টোবর সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার ফাঁড়িতে রায়হানকে পুলিশি নির্যাতন করা হয় এবং পরদিন তার মৃত্যু ঘটে। ওই ঘটনায় রায়হানের স্ত্রী “পুলিশি হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন” অনুযায়ী মামলা দায়ের করেন। পরে ৯ নভেম্বর ২০২০ এসআই আকবরকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ প্রায় পাঁচ বছর কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পেলেন।
এদিকে জামিনের খবর আদালত পাড়ায় পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন রায়হানের মা। তিনি বলেন, “পাঁচ বছর ধরে আমি সুষ্ঠু বিচারের অপেক্ষায় আছি। কোর্টে কোর্টে ঘুরতে ঘুরতে কোনো দিশা পাচ্ছি না। আজ শুনলাম প্রধান আসামি আকবর জামিনে বের হয়েছে—মনে হলো, আর বিচার পাব না। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। দেশবাসী ও সিলেটবাসীর কাছে ন্যায়বিচারের জন্য সহযোগিতা চাইছি। আমার সংসার ধ্বংস হয়ে গেছে। যদি বিচার না হয়, তাহলে এই কোর্ট-কাছারির মানে কী?”
সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলা কর্মকর্তা মনিরুল হাসান জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।