জকিগঞ্জের প্রখ্যাত আলেম হযরত আল্লামা হাবিবুর রহমান গণিপুরী ছাহেব (রহ.)-এর সুযোগ্য মেঝো ছাহেবজাদা, গণিপুর গ্রামের প্রবীণ মুরব্বি আলহাজ্ব মোঃ নূরুল হক শনিবার সকালে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় গণিপুর ঈদগাহ ময়দানে জানাজা শেষে গণিপুর ছাহেববাড়ী সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের জানাজায় হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। জানাজায় অশ্রুসিক্ত মোনাজাত পরিচালনা করেন হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর সুযোগ্য ছাহেবজাদা মাওলানা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলী। ইমামতি করেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহর সভাপতি হযরত মাওলানা ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ী।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে মরহুমের জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর সুযোগ্য নাতি মাওলানা মোস্তাফা হাসান চৌধুরী গিলমান, প্রবীণ আলেম মাওলানা আব্দুর রহিম কামালী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা কৃষকদলের আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার, জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জালাল উদ্দিন, সুলতানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল, জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব অধ্যাপক মাওলানা মুশাহীদ আহমদ কামালী ও মুফতি আবুল হাসান, নবীগঞ্জ কদুরবাজার দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ এবং মরহুমের ছেলে লন্ডন প্রবাসী ফারুক আহমদ।
মরহুম মাওলানা নূরুল হক গণিপুরী ছিলেন বিনয়ী, মুত্তাকী ও পরহেজগার ব্যক্তিত্ব। বহু মানুষ তার দ্বারা উপকৃত হয়েছেন। নিভৃতচারী এই মহৎ মানুষের ইন্তেকালে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।