যুবকদের স্বপ্ন পূরণে সরকারের বড় উদ্যোগ

৪ হাজার ৯৮৫ জন পাচ্ছেন ৪৭ কোটি টাকার ঋণ

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসকে সামনে রেখে দেশের প্রায় পাঁচ হাজার তরুণ-তরুণীর মুখে এবার ফুটে উঠবে নতুন আশার হাসি। তাদের হাতে তুলে দেওয়া হবে মোট ৪৭ কোটি ২৬ লাখ ১৪ হাজার টাকা ঋণ—যা দিয়ে তারা গড়ে তুলবেন নিজের কর্মসংস্থান, লিখবেন সফলতার গল্প।

আজ সোমবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান এই তথ্য জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম

আগামীকাল ১২ আগস্ট, জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে, ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২ হাজার ৫৩৪ জন যুবক ও ২ হাজার ৪৫১ জন তরুণী পাবেন এ ঋণ। শুধু ঋণ নয়, কর্মমুখী প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ব্যবহার শেখানো, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ—সবই থাকছে এই কর্মসূচিতে।

প্রতিবছরের মতো এবারও শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ দেওয়া হবে জাতীয় যুব পুরস্কার। গত এক বছরে যুব উন্নয়ন অধিদপ্তর ২ লাখ ৭১ হাজার ৭১৯ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়েছে। এ ছাড়া সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনার অংশ হিসেবে ১ হাজার ৭৬ জন যুবককে ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

শুধু প্রশিক্ষণ নয়—পরিবেশের প্রতিও রয়েছে যুবকদের দায়বদ্ধতা। ৬৪ জেলার ৬৪টি খাল ও জলাশয় পরিষ্কার করেছেন আত্মকর্মী, উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবীরা। পাশাপাশি চলছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন এবং মোবাইল ভ্যানে করে প্রত্যন্ত অঞ্চলে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি।

ড. গাজী মো. সাইফুজ্জামান বলেন—

“আমরা বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী এক নতুন প্রজন্ম গড়তে চাই—যারা আধুনিক বিজ্ঞানমনস্ক, দক্ষ এবং আত্মনির্ভরশীল হবে।”

এ উদ্যোগ নিঃসন্দেহে প্রমাণ করে, তারুণ্যের শক্তিই দেশের উন্নয়নের চালিকাশক্তি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন