সিন্ধু নদীর পানি নিয়ে তীব্র হুঁশিয়ারি পাকিস্তান সেনাপ্রধানের
পানি প্রবাহ বন্ধের যেকোনো উদ্যোগ রুখে দিতে সরাসরি হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন— ভারত যদি সিন্ধু নদে বাঁধ তৈরি করে, তবে সেটি ১০টি মিসাইলেই গুঁড়িয়ে দেওয়া হবে।
পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যম দ্য ডন-এর প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পায় প্রবাসী পাকিস্তানিদের সামনে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তার কড়া ভাষায়—
“সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়। তাদের যেকোনো পদক্ষেপ ঠেকানোর জন্য আমাদের হাতে পর্যাপ্ত উপায় রয়েছে।”
আসিম মুনির জানান, পাকিস্তান কখনোই ভারতকে সিন্ধুর পানি আটকাতে দেবে না।
“আমরা অপেক্ষা করব বাঁধ নির্মাণের জন্য। নির্মাণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ১০টি মিসাইল ছুড়ে তা ধ্বংস করে দেব। পাকিস্তানের মিসাইলের অভাব নেই।”
বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে ভারত–পাকিস্তান সম্পর্কের অন্যতম উত্তপ্ত ইস্যু হলো পানি ভাগাভাগি চুক্তি ও নদী ব্যবস্থাপনা। আসিম মুনিরের এই সর্বশেষ মন্তব্যে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হতে পারে বলে মনে করা হচ্ছে।