জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

 

জকিগঞ্জ প্রতিনিধি :

সিলেটের জকিগঞ্জ উপজেলার মুন্সিবাজার এলাকার সালেহপুর (দিঘিরপার) গ্রামে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার (১১ আগস্ট) গভীর রাতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুবাই প্রবাসী শিব্বির আহমদের বাড়িতে চোরের দল হানা দিয়ে পানির মোটর, ফ্রিজ, সৌর বিদ্যুতের ব্যাটারি, টেলিভিশন, সিলিং ফ্যান, টিউবওয়েলসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।

প্রবাসীর ভাতিজা আলিম আহমদ জানান, “আমার চাচা দীর্ঘদিন প্রবাসে ছিলেন। কিছুদিন আগে দেশে এসে বর্তমানে সিলেট শহরে বসবাস করছেন। আজ সকালে চুরির খবর পেয়ে তিনি এখানে আসেন। এখন আমরা এলাকাবাসীর সঙ্গে আলোচনা করছি, সবার পরামর্শ নিয়ে থানায় অভিযোগ করবো।”

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন