চাঁদাবাজীর কারনে পদ হারালেন কোম্পানীগঞ্জ বিএনপি সভাপতি সাহাব উদ্দিন

 

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সকল পদ স্থগিত করা হয়েছে। তার স্থলে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, চাঁদাবাজি, দখলবাজি এবং বিএনপির নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সাহাব উদ্দিনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জে সরকারি জমি দখল, সাদা পাথর লুট ও চাঁদাবাজির একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন