জকিগঞ্জের বারহালে সিএনজি চালকের ঝুলন্ত লাশ উদ্ধার



জকিগঞ্জ প্রতিনিধি  :: জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে রুবেল আহমেদ (২৮) নামের এক সিএনজি চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) রাত ৮ টার সময় নিজ শয়নকক্ষে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রুবেল উপজেলার বারহাল ইউনিয়নের মাইজগ্রামের আব্দুল আজিজের ছেলে।

বারহাল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালিক আহমেদ জানান, পারিবারিক কলহের জেরে রুবেল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন