গাজীপুরে সাংবাদিক হত্যায় জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ক্ষোভ ও নিন্দা

জকিগঞ্জ প্রতিনিধি :: গাজীপুরে ধারালো অস্ত্রের আঘাতে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই দিনে, সংবাদ সংগ্রহের সময় সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন দৈনিক বাংলাদেশের আলো-এর সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভ। দুটি নৃশংস ঘটনায় সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া, ক্ষোভ আর আতঙ্কের ঢেউ।

এই বর্বরোচিত হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব। বৃহস্পতিবার (৭ আগস্ট) এক যৌথ বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ ও সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক বলেন— “সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সত্য প্রকাশ, জনস্বার্থ রক্ষা ও ক্ষমতার জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করেন। অথচ আজ তাদের জীবনই চরম অনিরাপত্তায়। গাজীপুরের এই হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে হত্যা নয়, সত্য ও স্বাধীন সাংবাদিকতার ওপরই আঘাত।” ন্যায়বিচার ও নিরাপত্তায় তিন দফা দাবি জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সরকারের প্রতি অবিলম্বে তিন দফা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে— ১. সাংবাদিক তুহিন হত্যার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাঁর পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ প্রদান। ২. সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ আইন প্রণয়ন ও জাতীয় সুরক্ষা কাঠামো প্রতিষ্ঠা। ৩. সারাদেশে সাংবাদিকদের ওপর সংঘটিত সহিংসতা, নিপীড়ন ও হয়রানির প্রতিটি ঘটনার বিচার ও জবাবদিহিতা নিশ্চিতকরণ। 

জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়— “সাংবাদিক হত্যা কোনোভাবেই একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে গ্রহণযোগ্য নয়। আমরা দোষীদের শাস্তি ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে সরকারের অবিলম্বে কার্যকর পদক্ষেপ চাই।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন