জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ থানার পুলিশ আন্তঃজেলা ডাকাতচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে। একইসাথে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কারসহ বিপুল পরিমাণ লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই রাতে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের খিলোগ্রাম এলাকার এক বাসায় সংঘবদ্ধ ডাকাতচক্র ডাকাতি সংঘটিত করে। এ ঘটনায় জকিগঞ্জ থানার একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শনের পর অভিযানে নামে।
এরই ধারাবাহিকতায় গত ৩ ও ৪ আগস্ট জকিগঞ্জ থানার পুলিশ সিলেট জেলার গোলাপগঞ্জ, ওসমানীনগর, সিলেট মেট্রোপলিটন এলাকা এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ও বিশ্বম্ভরপুর থানায় অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো: ১. ছোয়াবির আহমেদ (৩৯), পিতা: মৃত আব্দুর রশিদ, মাতা: আফিয়া বেগম, গ্রাম: ভুরুঙ্গাপুর পূর্ব তিলাপাড়া, ওসমানীনগর, সিলেট। ২. সোহেল মিয়া (৪২), পিতা: মৃত আরজদ্দ উল্লা, মাতা: রুপিয়া বেগম, গ্রাম: উত্তর কালনিরচর, জগন্নাথপুর, সুনামগঞ্জ। ৩. রুহুল আমিন (২৫), পিতা: সুমন মিয়া, মাতা: মৃত আছিয়া বেগম, গ্রাম: বাঘবের, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ। ৪. সুমন মিয়া (৩৬), পিতা: রফিকুল ইসলাম, মাতা: মিনা বেগম, গ্রাম: হাজীপুর নোয়াপাড়া, গোলাপগঞ্জ, সিলেট।
অভিযানকালে ডাকাতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কার ঢাকা মেট্রো-খ-১১-৬৫৮২ (পূর্বে উদ্ধারকৃত ঢাকা মেট্রো-গ-১১-৪৯৫৪ সহ মোট ২টি গাড়ি), নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, ৭,৮৯০ নেপালি রুপি, ৩৪টি অ্যান্ড্রয়েড ফোন, ৭টি আইফোন, ২৬টি বাটন ফোন, ৫টি বিদেশি হাতঘড়ি, ৫টি ট্যাব, ২টি ল্যাপটপ, ১টি ভিডিও ক্যামেরা, ৫টি শাড়ি, ৪টি ছাতা, ১টি বড় ল্যাগেজ, ৩টি হ্যান্ডব্যাগ, কিবোর্ড, চার্জার, ১টি খেলনা পিস্তল, ২টি লোহার সাবল, হাতুরি, ২টি সুইস চাকু, ২টি স্ক্রুড্রাইভার, প্লাস ও সোনার প্লেটের বিভিন্ন অলংকার উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গ্রেফতারকৃত প্রত্যেক ডাকাতের বিরুদ্ধেই সিলেট রেঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় এর আগে আরও দুইজন ডাকাতকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানায়, ডাকাত চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।