বিশ্বনাথ প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির বলেছেন, ‘আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলাকে উন্নয়ন থেকে বঞ্চিত হতে হবে না।’
শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় বিশ্বনাথ উপজেলার পুরানবাজারে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হুমায়ুন কবির বলেন, ‘বিএনপি যদি ক্ষমতায় আসে, তবে ৫০ দিনের মধ্যে একটি কমিশন গঠন করে আমাদের এলাকার নিখোঁজ সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর গুমের রহস্য উদ্ঘাটন করা হবে। যদি দল আমাকে এ আসনে নমিনেশন দেয় এবং জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আমি আজই ওয়াদা দিচ্ছি—ইলিয়াস আলীর সন্ধান পাওয়া গেলে আমি এই আসন তাঁকে ফিরিয়ে দেব।’
তিনি আরও বলেন, ‘আমাদের রাজনীতি হবে ৩১ দফার আলোকে শহীদ জিয়াউর রহমানের আদর্শে। বিগত সময়ে যারা আলেম-ওলামা ও রাজনৈতিক নেতাদের ওপর নিপীড়ন চালিয়েছেন, তাদের বিচার করা হবে। আমি গত ১৫-১৬ বছর ধরে তারেক রহমানের সঙ্গে থেকে রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করেছি।’
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে হুমায়ুন কবির বলেন, ‘আগামীতে আমরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করব, মেধাবীদের চাকরির সুযোগ করে দেব, স্বাস্থ্যসেবা ও রাস্তাঘাটের উন্নয়নে কাজ করব।’
সুধী সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সহসভাপতি আব্বাস আলী চেয়ারম্যান। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, যুবদল নেতা রুমেল আলী এবং আমির আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি আশিক চৌধুরী, যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, বিএনপি নেতা সাজিদুর রহমান সুহেল, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ মিয়া, জেলা যুবদল নেতা দিলোয়ার হোসেন সজিব, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, এবং স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদুর রহমান শিপলু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।
সমাবেশের শুরুতে কোরআন তিলাওয়াত করেন মাওলানা মুফতি সাইদুল ইসলাম হাবিবী।