আগামীকাল ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের পুরস্কার ও পাগড়ি বিতরণী মাহফিল

স্টাফ রিপোর্ট ::

শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.) প্রতিষ্ঠিত ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের আয়োজনে “প্রতিভার সন্ধানে জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ২০২৪” এর পুরস্কার প্রদান ও হিফয সমাপনকারী ছাত্রদের পাগড়ি বিতরণী মাহফিল আগামীকাল শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকাল ১০টায় সিলেটের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত হবে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুরশিদে বরহক আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন রাসূলুল্লাহ (সা.) এর ৩৯তম বংশধর, মদিনা মুনাওয়ারার প্রখ্যাত বুযুর্গ শায়খ সায়্যিদ আল হাবীব আসিম আদী ইয়াহইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন রাসূলুল্লাহ (সা.) এর ৩৯তম বংশধর, জেদ্দার প্রখ্যাত বুযুর্গ শায়খ সায়্যিদ উমর আহমদ আল হাবশী।


এছাড়া অনুষ্ঠানে আল্লামা ফুলতলী (রহ.) এর ছাহেবজাদাগণসহ দেশ-বিদেশের প্রখ্যাত উলামায়ে কিরাম উপস্থিত থাকবেন। আয়োজকরা সংশ্লিষ্টদের পাশাপাশি বোর্ডের অন্তর্ভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের আগ্রহী মুসলিম জনতার উপস্থিতি কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন