সিলেটে মাদরাসা সুপার হত্যাকাণ্ডে তালামীযের তীব্র নিন্দা

অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি


সিলেটের আখালিয়া ডলিয়া এলাকার ডা. তানজিনা আহমদ দাখিল মাদরাসার সুপার ও বড়গুল এলাকার বাসিন্দা মাওলানা জুবায়ের আহমদকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন ও সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন বুধবার (১৩ আগস্ট) রাতে এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে বলেন, “মাওলানা জুবায়ের আহমদ হত্যাকাণ্ডে আমরা সংক্ষুব্ধ ও শোকাহত। আলিমদের উপর সাম্প্রতিক সময়ে একের পর এক বর্বরোচিত হামলা ও নৃশংস হত্যাকাণ্ড আমাদের আতঙ্কিত করছে। কিছুদিন আগে ইমাম রইস উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ইতোমধ্যে গ্রেপ্তার হওয়া হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।”

তালামীযে ইসলামিয়ার নেতারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের ছেলে অভিযোগ করেছেন যে, হত্যাকারী একটি নির্দিষ্ট দলের সাথে সম্পৃক্ত এবং তার ছোট ভাইকে বাড়ি থেকে বের করে নেওয়ার চেষ্টা করছিল। এতে বাঁধা দেওয়ায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনায় কোনো মতাদর্শিক প্রভাব কাজ করেছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান তারা।

বিবৃতিতে তারা দেশের আলিম-উলামা ও সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করাকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করে বলেন, “আমরা সরকারের সুদৃষ্টি কামনা করছি। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সিলেটের আলোচিত রায়হান হত্যাকাণ্ডের আসামি এসআই আকবর আদালত থেকে জামিন পেয়েছেন। সাধারণ মানুষ যেখানে ন্যায়বিচারের প্রত্যাশা করে, সেখানে এ ধরনের অবিচার হতাশাজনক।”

নেতৃবৃন্দ মরহুম মাওলানা জুবায়ের আহমদকে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ.-এর দারুল কেরাতের নিঃস্বার্থ খাদিম এবং অত্র অঞ্চলে দ্বীনি শিক্ষার প্রসারের নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে বলেন, “আমরা মহান আল্লাহর কাছে তাঁর জন্য শহীদি মর্যাদা কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন