ছিনতাইয়ে রাজি না হওয়ায় ক্বীনব্রিজে যুবক খুন


গোলাপগঞ্জ প্রতিনিধি 

সিলেটের ক্বীনব্রিজ এলাকায় ডালিম আহমদ নামে এক যুবক খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছে র‌্যাব। আটক প্রধান আসামি শেখ মনির ওরফে কালা মনির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে— ছিনতাইয়ে রাজি না হওয়া এবং বিষয়টি পুলিশকে জানিয়ে দেওয়ার হুমকি দেওয়ায় ডালিমকে হত্যা করা হয়।

রবিবার (১১ আগস্ট) রাত দেড়টার দিকে র‌্যাব-৯ এর একটি দল সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ কতলাপুর দক্ষিণ পাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি শেখ মনিরকে (৩০) গ্রেফতার করে। তিনি গোলাপগঞ্জ উপজেলার কোতয়ালপুর গ্রামের শেখ খলিল মিয়ার ছেলে।

মামলার বিবরণ

র‌্যাব সূত্রে জানা যায়, ভিকটিম ডালিম আহমদ ঘটনার সঙ্গে জড়িতদের পূর্বপরিচিত ছিলেন। তারা একটি চোর-ছিনতাইকারী চক্রের সদস্য এবং প্রায়ই ডালিমকে অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হতে প্ররোচিত করত।

গত ৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ক্বীনব্রিজ এলাকায় তারা ফের ডালিমকে ছিনতাইয়ে অংশ নিতে বলে। কিন্তু ডালিম এতে রাজি না হয়ে পুলিশে খবর দেওয়ার কথা জানালে আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় এক আসামি তাকে পেছন থেকে ধরে রাখে এবং শেখ মনির তার বাম উরুতে ছুরি দিয়ে আঘাত করে। বাকি আসামিরাও ধারালো অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করে।

তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত ডালিমকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

মামলা ও তদন্ত

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। অবশেষে প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন