বালাগঞ্জ প্রতিনিধি
সিলেটের বালাগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মাদরাসা বাজার এলাকায় এ ঘটনায় ৪-৫ জন পুলিশ সদস্য আহত হন। পরে সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় শিওরখাল গ্রাম থেকে পুনরায় তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ২০১৪ সালের একটি মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামি ফুজায়েল আহমদ খান সাজুকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়। হাতকড়া পরানোর পর সাজুর ভাই যুবলীগ নেতা রাজু খানের নেতৃত্বে কয়েকজন যুবক পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।
এ ঘটনায় এসআই শাহ ফরিদ আহমেদ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করে মামলা করেছেন। আহত এএসআই কানন কুমার দাসসহ কয়েকজন পুলিশ সদস্য চিকিৎসা নিচ্ছেন।