![]() |
ছবি : ধর্মঘটে অচল নগরী |
সিলেটে পরিবহন ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীদের চলাচলে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৬টা থেকে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাক অনুযায়ী শুরু হওয়া অনির্দিষ্টকালের ধর্মঘটের ফলে সব ধরনের দূরপাল্লার বাস সম্পূর্ণ বন্ধ রয়েছে।
সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সকাল থেকে কোনো বাস ছাড়েনি এবং প্রবেশও করেনি। এর ফলে জেলার বিভিন্ন অংশে যাত্রীদের চলাচল থমকে গেছে, যার কারণে জরুরি কাজে আসা ও যাতায়াতকারী মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন।
শহর থেকে ফেঞ্চুগঞ্জগামী এক যাত্রী জানান, ধর্মঘটের বিষয়টি আগেই জানতেন না; দীর্ঘক্ষণ গাড়ির অপেক্ষায় থাকা তাকে এবং অন্যান্য যাত্রীদের দুর্ভোগে ফেলেছে। ময়মনসিংহ থেকে সিলেটে আসা আরেক যাত্রী জানান,বাস বা টিকিট না পাওয়ায় বাড়ি ফেরার পথে অনিশ্চয়তায় পড়েছেন।
নগরীর ভেতরে সিএনজিচালিত অটোরিকশা ও কিছু ব্যক্তিগত যানবাহনের চলাচল থাকলেও দূরপাল্লার বাসের অভাবে যাত্রীদের দুর্ভোগ কমেনি। বিভিন্ন এলাকায় বাসের অপেক্ষায় থাকা যাত্রীরা অধিকাংশ সময় গাড়ি না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
বিশেষ করে আজ থেকে শুরু হওয়া অনার্স প্রথম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও পরিবহন সংকটের কারণে সমস্যায় পড়েছেন।
পরিবহন নেতারা দাবি করেছেন, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের অপসারণ, সকল পাথর কোয়ারি পুনরায় চালু করা এবং অন্যান্য চার দফা দাবি পূরণসহ মোট ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।