সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত, ফের স্বাভাবিক হচ্ছে যান চলাচল

 

ছয়দফা দাবিতে মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকে শুরু হওয়া সিলেটের অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে। দুপুরে সিলেট জেলা সড়ক পরিবহন ও বাস-মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম এ ঘোষণা দেন।

তিনি জানান, পরীক্ষার্থী, বিদেশগামী যাত্রী এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে এবং পুলিশ প্রশাসনের অনুরোধে এই ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

এছাড়া তিনি আরও জানান, মঙ্গলবার বিকেল ৩টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে সকালে শুরু হওয়া ধর্মঘটের কারণে সিলেট থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এতে সাধারণ যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েন। তবে ধর্মঘট স্থগিতের ঘোষণার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন