শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছালিম উদ্দিন।
গত ২৮ জুন ২০২৫ ইং তারিখে সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৫৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটিতে ছালিম উদ্দিনকে ১৩ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
ছালিম উদ্দিন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের গোজাউড়া গ্রামের বাসিন্দা। তিনি আপ্তাব মিয়ার পুত্র।