জকিগঞ্জে উমরাহ যাত্রীদের প্রশিক্ষণ দিল আল-মারওয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস

“আল্লাহ যাদের ভালোবাসেন, তাদেরই ডাক দেন তাঁর ঘরে”—মুফতি আবুল হাসান

নিজস্ব প্রতিবেদক  :

পবিত্র উমরাহ পালনে সৌভাগ্যবান ২৯ জন যাত্রীকে নিয়ে জকিগঞ্জে অনুষ্ঠিত হলো এক সুশৃঙ্খল ও তাৎপর্যময় প্রশিক্ষণ কর্মশালা। শুক্রবার বাদ আসর জকিগঞ্জ বাজারের সোনার বাংলা কনফারেন্স হলে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে আল-মারওয়ান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আলহাজ্ব নূর উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আবুল হাসান। তিনি তাঁর গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, “পবিত্র হজ্ব ও উমরাহ কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং এটি আত্মশুদ্ধির মাধ্যম। আল্লাহ যাদের ভালোবাসেন, তাদেরই ডাক দেন তাঁর ঘরে। আমাদের উচিত নির্ভেজাল নিয়তে ইবাদত পালন করা।”

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন— জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ফারুক আহমদ, সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার কুতুব উদ্দিন, জকিগঞ্জ এসোসিয়েশনের উপদেষ্টা মাওলানা আব্দুল কুদ্দুছ, গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুশতাক আহমদ, জকিগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা ফদ্বলুর রহমান, কেছরি জামে মসজিদের খতীব মাওলানা মহসিন আহমদ রব্বানী, মাতারগ্রাম হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ সেলিম আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি ও সাংবাদিক জুবায়ের আহমদ, পৌরসভার সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ, শায়খুল হাদীস হাবিবুর রহমান মুহাদ্দিস (রহ.)-এর কনিষ্ঠ সন্তান মাওলানা আব্দুল বাক্বী খালেদ, পঙ্গবট মসজিদের ইমাম মাওলানা দিলাল আহমদ, জকিগঞ্জ পৌর জামায়াতের সভাপতি আবু রুশদ মোহাম্মদ ইকবাল, উপজেলা আল-ইসলাহ নেতা মাওলানা ময়নুল হক এবং মারওয়ান ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক এজাজুল হক সানি প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির জকিগঞ্জ শাখার ইনচার্জ মাওলানা আব্দুস শহিদ ও কালীগঞ্জ শাখার ইনচার্জ মাওলানা আব্দুল্লাহ আল মাশহুদও অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় যাত্রীদের উমরাহর প্রস্তুতি, ইসলামী বিধি-বিধান, সৌদি আরবে করণীয়-বর্জনীয়, স্বাস্থ্য নিরাপত্তা ও শিষ্টাচার সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন আল-মারওয়ান ট্রাভেলসের প্রতিনিধি আব্দুল্লাহ আল মাছুম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ আব্দুর রহমান আদিল এবং হৃদয়গ্রাহী নাত পরিবেশন করেন রিয়াদুর রহমান চৌধুরী (রিসালাহ)।

অনুষ্ঠান শেষে উপস্থিত ওলামায়ে কেরাম যাত্রীদের নানা প্রশ্নের উত্তর দেন এবং যাত্রীদের হাতে প্রশিক্ষণ সংক্রান্ত উপকরণ তুলে দেন। আয়োজক আলহাজ্ব নূর উদ্দীন বলেন, “আমাদের কাজ শুধু ভিসা বা টিকিট নিশ্চিত করা নয়; বরং যাত্রীরা যাতে সঠিকভাবে ধর্মীয় দায়িত্ব পালন করতে পারেন, সেই প্রস্তুতিও দেওয়া আমাদের ঈমানি দায়িত্ব।”

অনুষ্ঠানের সমাপ্তিতে দেশ, জাতি এবং আগত উমরাহ যাত্রীদের জন্য কল্যাণ কামনায় এক বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন