বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সহসভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা এবং জানাইয়া গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি মো. মোজাহিদ আলী আর নেই।
রবিবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
মোজাহিদ আলী স্ত্রী, তিন ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুই দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে যুক্তরাজ্যের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুতে জানাইয়া গ্রাম, বিশ্বনাথ উপজেলা এবং যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
মোজাহিদ আলীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ছাত্রনেতা এম আসকির আলী।
রবিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ‘জনাব মোজাহিদ আলীর মৃত্যুতে আমরা শোক প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। বিশ্বনাথবাসী একজন কৃতি সন্তানকে হারাল।’
তিনি আরও বলেন, ‘মোজাহিদ ভাই ছিলেন একজন বর্ষীয়ান রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব। তাঁর সহজ-সরল, সৎ, নিষ্ঠাবান ও সাদা মনের মানুষ হিসেবে ব্যক্তিত্ব আমাদের অনুপ্রেরণা দিত। রাজনীতি ও সমাজসেবায় তাঁর অবদান বিশ্বনাথবাসী দীর্ঘদিন মনে রাখবে।’
শোকবার্তায় এম আসকির আলী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন মোজাহিদ আলীকে জান্নাতবাসী করা হয় এবং তাঁর পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দেওয়া হয়।