জকিগঞ্জ প্রতিনিধি:
“বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস-২০২৫” উপলক্ষে জকিগঞ্জে রচনা প্রতিযোগিতা, র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় এফআইভিডিবি’র ‘দ্য গ্রীন ইভ্যুলোশন’ প্রকল্পের উদ্যোগে উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মাহবুবুর রহমান। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন তোফায়েল হোসেন ও বিপ্লব তালুকদার।
র্যালিতে অংশ নেন জকিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসন ও এফআইভিডিবি কর্মকর্তারা। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ওমর ফারুক।
পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ১০ শিক্ষার্থীকে সনদ ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি উপস্থিত সবাইকে পরিবেশবান্ধব নিম গাছের চারা বিতরণ করা হয়।
উদ্যোগটি পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।