জকিগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি-দাখিল উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা


জকিগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জকিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার, ২৬ জুলাই ২০২৫ সকাল সাড়ে ১০টায় কালিগঞ্জের “জান্নাত কনভেনশন হলে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি নাজির আহমেদ আফজালের সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি খালিদ হাসান চৌধুরী রাহীর সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয় ছাত্রশিবিরের সাথী মিনহাজ আহমদের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলার নায়েবে আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা (পূর্ব) শাখার সাবেক সভাপতি আবু আইয়ুব মঞ্জু, ছাত্রশিবির সিলেট মহানগরীর সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক রেজাউল করিম, এবং জামায়াতে ইসলামীর জকিগঞ্জ উপজেলার সাবেক আমীর ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ।

এছাড়াও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জকিগঞ্জ উপজেলা সেক্রেটারি ছরওয়ার হোসাইন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবির জকিগঞ্জ উপজেলা শাখার অফিস ও এইচ.আর.ডি সম্পাদক নাজিম আহমদ চৌধুরী, অর্থ ও কলেজ সম্পাদক ফজল আহমদ, সাহিত্য সম্পাদক সাইফ ইসলাম চৌধুরী, প্রকাশনা সম্পাদক গিলমান আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক এম.এ. হাফিজ এবং সুলতানপুর ইউনিয়ন সভাপতি জাবেদ আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি সাকিব আহমদ, ইছামতি ডিগ্রি কলেজ শাখার সভাপতি নাইম আহমদ চৌধুরী, ছিদ্দিক আহমদ, জাহিদ আহমেদ, রেজাউল করিম, রুযেল আহমদ, আবু আহমদ আবিদ, আবুল কালামসহ অনেকে।

সমাপনী বক্তব্যে শাখা সভাপতি শিক্ষার্থীদের আগামী দিনগুলোর জন্য শুভকামনা জানান এবং তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

উল্লেখ্য, এ অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন