জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা, জকিগঞ্জ-এর প্রাক্তন ছাত্র পরিষদ গঠনের লক্ষ্যে এক শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ জুলাই ২০২৫, শনিবার সকাল ১১টায় মাদরাসা প্রাঙ্গণের মসজিদে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষক ও কারী মাওলানা আজিজুর রহমান তাপাদার। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন প্রাক্তন ছাত্র প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাকিম, কবি মাওলানা মহিউদ্দিন হায়দার এবং লন্ডনপ্রবাসী মাওলানা আব্দুল কুদ্দুছ।
সামাজিক, ধর্মীয় ও শিক্ষাক্ষেত্রে প্রাক্তন ছাত্রদের অবদানকে আরো সংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে শতাধিক প্রাক্তন ছাত্রের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভা এক আবেগঘন পরিবেশে পরিণত হয়। সভায় বক্তব্য রাখেন বহু গুণীজন এবং প্রাক্তন ছাত্ররা। আলোচনা শেষে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয় একটি প্রাক্তন ছাত্র পরিষদ গঠনের।
এ লক্ষ্যে ৫ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করা হয়। সার্চ কমিটিতে ছিলেন—আলহাজ্ব মাওলানা মো. নুরুল ইসলাম (সাবেক অধ্যক্ষ, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসা), মাওলানা মোশাহিদ আহমদ কামালী (ইমাম ও খতিব, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ), মাওলানা মো. আব্দুল বাছিত (মুহাদ্দিস, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা), মাওলানা মো. এখলাসুর রহমান (অধ্যক্ষ, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসা), এবং মাওলানা মো. আব্দুল জব্বার (সহকারী অধ্যাপক, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসা)।
সার্চ কমিটির পরামর্শ ও সুচিন্তিত নির্বাচনের মাধ্যমে ২০২৫ সালের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন: আহ্বায়ক মাওলানা আজিজুর রহমান তাপাদার (ইমাম ও খতিব, কালিগঞ্জ বাজার জামে মসজিদ), সদস্যসচিব মাওলানা আব্দুল আউয়াল হেলাল (রারাই, ইউকে), যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. ইমাদ উদ্দিন (হাতিডহর), মাওলানা মো. আব্দুল হাকিম (অধ্যক্ষ, হবিবপুর ফাজিল মাদরাসা), প্রিন্সিপাল মাওলানা শিহাবুর রহমান চৌধুরী (অধ্যক্ষ, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা), মাওলানা ছালিক আহমদ (মাতারগ্রাম), হাফিজ মাওলানা আব্দুল ওহাব (উপাধ্যক্ষ, ফেঞ্চুগঞ্জ কামিল মাদরাসা), মাস্টার মহিউদ্দিন হায়দার (হাসিতলা), মাওলানা নজরুল হক (সোনাসার), মাওলানা ওহীদুজ্জামান চৌধুরী খছরু (উপাধ্যক্ষ, চান্দগ্রাম ফাজিল মাদরাসা), মাওলানা মুহিবুর রহমান (সুপার, ডা. তফজ্জুল আলী মহিলা দাখিল মাদরাসা), মাওলানা মো. আব্দুর রহমান, মাওলানা মো. আমিনুল ইসলাম (কুলাউড়া, ইউকে), মাওলানা মো. আব্দুল কুদ্দুছ (ইউকে), মাওলানা শাহিন আহমদ (শিক্ষক, ইছামতি উচ্চ বিদ্যালয়), আহমদ ছিদ্দিক চৌধুরী হাসান-বাল্লাহ এবং মো. আব্দুল হালিম (মুহাম্মদপুর)।
এই ঐতিহাসিক সমাবেশে অংশগ্রহণকারী প্রাক্তন ছাত্ররা বর্তমানে দেশ-বিদেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক, শিক্ষক ও সমাজসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন। সভায় অংশগ্রহণকারীরা ভবিষ্যতে নিয়মিত কার্যক্রম, পুনর্মিলনী আয়োজন, সমাজসেবামূলক কর্মসূচি ও প্রজন্মসংযোগ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।