জকিগঞ্জে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গণতন্ত্রের শহীদদের স্মরণে আবেগঘন আয়োজন

জকিগঞ্জ প্রতিনিধি
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জকিগঞ্জে।

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় জকিগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

“সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর মর্যাদা এবং সাম্যতার মানবিক দর্শন”—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান।

খলাছড়া জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ময়নুল হকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. সুজন মিয়া, জকিগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আব্দুল খালিক, উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা দিব্যেন্দু ভট্টাচার্য মিঠুন, সোনালী ব্যাংক জকিগঞ্জ শাখার ব্যবস্থাপক তপন কুমার মন্ডল, খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বির, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, গণঅধিকার পরিষদ জকিগঞ্জ উপজেলা সভাপতি নুরুল হুদা, জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশনের সহ-সভাপতি কয়েস আহমদ, সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)-এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সংগঠক রেদোয়ান রাফি, জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও ছাত্রদল নেতা জাফর আহমদ, ছাত্র অধিকার পরিষদের উপজেলা সভাপতি শাকিল চৌধুরী, স্বেচ্ছাসেবী আনোয়ার হোসেন, উপকারভোগী সজনা বেগম এবং পৌরসভা কিশোর কিশোরী ক্লাবের সদস্য ছামিয়া আক্তার।

বক্তারা বলেন, “জুলাই আন্দোলন ছিল গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামের এক ঐতিহাসিক অধ্যায়। এ আন্দোলনের শহীদরা জাতির গর্ব। তাঁদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে পারে না। নতুন প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সাহসী হতে হবে।”

তাঁরা আরও বলেন, “জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আমাদের এই আয়োজন। তাঁদের পরিবারের পাশে থেকে সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।”

অনুষ্ঠান শেষে একটি হৃদয়ছোঁয়া সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন