নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর শীর্ষ সমন্বয়কারী প্রতিষ্ঠান ও প্রতিনিধিত্বশীল সংগঠন এডাব (অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ)-এর সিলেট জেলা শাখার উদ্যোগে তিন দিনব্যাপী ‘সাংগঠনিক উন্নয়ন ও ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট উপশহরের এনজিও ফোরাম প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার পলি রাণী দেব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাব সিলেট জেলা শাখার সভাপতি কয়েছ আহমদ তালুকদার।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এডাব-এর কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করেন সংস্থার পরিচালক (কর্মসূচি) কাউসার আলম মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব-এর কার্যনির্বাহী পরিষদের সদস্য কাজী মো. আবুল কালাম আজাদ এবং সাবেক নির্বাহী সদস্য এটিএম বদরুল ইসলাম।
বিভাগীয় সমন্বয়কারী বাবুল আখতারের সঞ্চালনায় আয়োজিত প্রশিক্ষণে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এনজিও কর্মীদের জন্য ‘সাংগঠনিক উন্নয়ন ও ব্যবস্থাপনা’ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। এ ধরনের প্রশিক্ষণ এনজিওগুলোর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি প্রশিক্ষণ আয়োজনের জন্য এডাবকে ধন্যবাদ জানান।
প্রশিক্ষণটি পরিচালনা করেন এডাব পরিচালক (কর্মসূচি) কাউসার আলম মুন্সি এবং তাঁকে সহায়তা করেন মেহনাজ পারভীন মালা। কর্মশালায় সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী জেলার ২৫টি এনজিওর নির্বাহী প্রধানগণ অংশগ্রহণ করেন।