মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা রক্ষায় জমিয়তুল মোদার্রেছিনের বলিষ্ঠ ভূমিকা রাখছে : মাও. মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী


জকিগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ইসলামি আদর্শ ও স্বকীয়তার ভিত্তিতে টিকিয়ে রাখতে জমিয়তুল মোদার্রেছিন যে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট জেলা সদস্য সচিব সহকারী অধ্যাপক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী।

তিনি বলেন, “বিগত সরকারের সময়ে মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত ও ধ্বংসের ষড়যন্ত্র হয়েছিল। তবে হক্কানি আলেম ও জমিয়তের প্রাজ্ঞ নেতৃত্বের কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। বর্তমানেও সিলেবাসে সালাফিবাদসহ ঈমান বিধ্বংসী মতবাদ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যা শিক্ষকদের সতর্ক ও সোচ্চার না হলে রোধ করা কঠিন হয়ে পড়বে।”

২৯ জুলাই মঙ্গলবার ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছিন জকিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “মাদ্রাসা শিক্ষকদের প্রাচীন ও বৃহৎ সংগঠন হিসেবে জমিয়তুল মোদার্রেছিন সবসময় শিক্ষকদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে আসছে। ইবতেদায়ী মাদ্রাসাসমূহকে এমপিওভুক্ত করা এবং এসব শিক্ষার্থীকে প্রাথমিক বিদ্যালয়ের মতো সুবিধা দেওয়া সময়ের দাবি। একইসঙ্গে ঢাকায় মানবাধিকার কমিশনের অফিস অনুমোদনের মাধ্যমে ইন্টারিম সরকার যে জাতিকে বিভক্তির পথে ঠেলে দিচ্ছে—তা মেনে নেওয়া যায় না।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল লতিফ শামীম।
স্বাগত বক্তব্য রাখেন ডা. তোফাজ্জল আলী মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহিবুর রহমান।

আলোচনায় অংশগ্রহণ করেন—
মাওলানা এখলাসুর রহমান (জকিগঞ্জ ফাজিল মাদ্রাসা), মাওলানা কুতবুল আলম (সোনাপুর আলিম মাদ্রাসা), মাওলানা আব্দুস সবুর (আটগ্রাম দাখিল মাদ্রাসা), মাওলানা আব্দুল গফুর, মাওলানা আব্দুল কুদ্দুছ চৌধুরী, মাওলানা কবির আহমদ, আবুল ফজল মুন্না, মাওলানা মাছুম খান, মাওলানা আলী আহমদ, মাওলানা জামাল আহমদ, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা ছাদিকুর রহমান প্রমুখ।

পবিত্র কুরআন তিলাওয়াত করেন চাপঘাট রহিমপুর ছুন্নীয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা কুতুব উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
মাওলানা আতিকুর রহমান ছিদ্দিক, মাওলানা আব্দুল বাছিত হাতিডহরী, মাওলানা ওয়ারিছ উদ্দিন, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আব্দুল মুমিত, মাওলানা মুহি উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুল হাকিম চৌধুরী, প্রভাষক হেলাল আহমদ, সেলিম রেজা, শাহীদুর রহমান, মুখলেসুর রহমান সুলতান, মাওলানা আব্দুল বাছিত, মাওলানা আব্দুন নূর, মাওলানা আহমদ আল মাসরুর, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা আব্দুল মালিক চৌধুরী এবং আরও অনেকে।

সভায় বক্তারা মাদ্রাসা শিক্ষার সংকট নিরসনে ঐক্যবদ্ধ আন্দোলন ও শিক্ষকদের অধিকার আদায়ের বিষয়ে প্রাসঙ্গিক আলোচনা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন