নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন বলেন, আহলে বাইতের মুহাব্বাত আমাদের ঈমানের অন্যতম দাবী। আমরা সালফে সালেহীনের জীবন থেকে পাই, তাঁরা সবসময় নবী করীম (সা.) এর আহলে বাইতের মুহাব্বাতকে ঈমানের আবশ্যকীয় কর্তব্যসমূহের একটি হিসেবে গণ্য করেছেন। তাঁরা আহলে বাইতের সাথে দূর্ব্যবহারকারী ও শত্রুতা পোষণকারীদের প্রতি সর্বোচ্চ অসন্তোষ প্রকাশ করেছেন। সুতরাং পাপিষ্ঠ ইয়াযীদকে ঘৃণা করাও আহলে বাইতের মুহাব্বাতের অন্তর্ভুক্ত। বাতিল আকিদাধারীরাই ইয়াযীদের প্রতি মুহাব্বাত রাখে ও তার গুণকীর্তন করে এবং আহলে বাইতের প্রতি মুহাব্বাত রাখা প্রকৃত ঈমানদারদের বিভিন্ন অপবাদ দেয়। তবে তাদের এই অপবাদ কোনও মুমিনকে আহলে বাইতের মুহাব্বাত থেকে বিরত রাখতে পারবে না।
০২ জুলাই '২৫, বুধবার, বিকেলে রাজধানীর খিলগাঁওস্থ ফুলতলী কমপ্লেক্সে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা মহানগর আয়োজিত ‘আহলে বাইতের মর্যাদা ও কারবালার তাৎপর্য’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগরীর সভাপতি মোসলেহ উদ্দিন কাওছারের সভাপতিত্বে ও সহ সভাপতি মাহদী হাসানের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আল ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সংগঠনের সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা শাহীদ আহমদ, সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আফরাজ আল মাহমুদ।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি ফয়জুল ইসলাম, সাধারণ সম্পাদক সরকার মো. নাসির উদ্দিন, ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক সরকার মো. নুর উদ্দিন, প্রচার সম্পাদক আকরাম সারোয়ার, অর্থ সম্পাদক আবু সুফিয়ান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুস সামাদ জামী, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক তানভীর আহমেদ রাহী প্রমুখ।