জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেট জেলা কৃষকদলের নবনির্বাচিত আহ্বায়ক ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদারকে সংবর্ধনা জানাতে আলোচনা সভার আয়োজন করেছে আটগ্রাম বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
২ জুলাই (বুধবার) বিকেলে জকিগঞ্জ উপজেলার আটগ্রামে স্থানীয় রুনা মান্না কমিউনিটি সেন্টারের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং কাজলসার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল খালিক।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জকিগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও কাজলসার ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রথম সহ-সভাপতি ইমরান আহমদ তাপাদার এবং সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মুন্না চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রাজ্জাক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আশিক উদ্দিন চৌধুরী।
সংবর্ধিত অতিথির বক্তব্যে ইকবাল আহমদ তাপাদার বলেন, "গণতন্ত্র পুনরুদ্ধারে কৃষকদলসহ দলের প্রতিটি অঙ্গসংগঠনের ঐক্যবদ্ধ ভূমিকা সময়ের দাবি। আমি কৃষকদের অধিকার আদায়ে সর্বদা সোচ্চার থাকবো।"
বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ এবং সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল করিম।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ৩নং কাজলসার ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও কাতারপ্রবাসী আবুল কালাম আজাদ এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি কোয়েতপ্রবাসী কামরুল ইসলাম।
বক্তব্য রাখেন—
সিলেট জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য ও জকিগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি মুনিম আহমদ, জকিগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস শহিদ চুনু, প্রবাসী বিএনপি নেতা কয়েছ আহমদ, ৩নং দীঘিরপার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর, জকিগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল মালেক প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন ৩নং কাজলসার ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নোমান আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সাবেক ছাত্রদল নেতা আবু তায়্যিব (মগল)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
জকিগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি তেরা মিয়া, যুগ্ম সম্পাদক গফুর আহমদ, সহ-সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম ও সুমন আহমদ; উপজেলা কৃষকদল নেতা হারুনুর রশীদ শাহ, সিরাজ আহমদ চৌধুরী, নমিক আহমদ, জসিম উদ্দীন; উপজেলা শ্রমিকদল নেতা এবাদ আহমদ, হাসান আহমদ; উপজেলা যুবদল নেতা আবুল হোসেন, একরাম আহমদ চৌধুরী, হুমায়ুন রশিদ মামুন; পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদ আহমদ, জিসান আহমদ, আব্দুর রউফ, হাসান আহমদ; জেলা ছাত্রদলের সদস্য আলমগীর হোসেন চৌধুরী, তারেক আহমদ এবং উপজেলা ছাত্রদল নেতা ফাহিম সাহরিয়ার, দেলোয়ার হোসেন, সাদিক আহমদ চৌধুরী, রাজা আহমদ, জিসান আহমদ, রুজেল, সাফওয়ান, সালমান প্রমুখ।