জকিগঞ্জ প্রতিনিধি ::
সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক ‘হাতপাখা’ নিয়ে প্রার্থী মনোনয়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার, ২১ জুন সকাল ১০টায় জকিগঞ্জের শাহগলি বাজারস্থ সুপ্রিম কনভেনশন হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি হেকিম মো. শিহাব উদ্দিন।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন কানাইঘাট উপজেলা শাখার সেক্রেটারি মুফতি ফয়জুল হাসান চৌধুরী এবং জকিগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম।
দলের আমীর পীর সাহেব চরমোনাই এর নির্দেশে আয়োজিত এ গুরুত্বপূর্ণ মতামত গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, এল.এল.বি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, জেলা প্রচার সম্পাদক হাফিজ মাওলানা সোলাইমান আহমদ শাহী এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সহ-সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠনসমূহের বিপুল সংখ্যক তৃণমূল নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাঁরা সক্রিয়ভাবে মতামত প্রদান করেন এবং আসন্ন নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ে দিকনির্দেশনা দেন।
বক্তারা বলেন, “জাতীয় স্বার্থ, ইসলামি মূল্যবোধ ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের বিজয় নিশ্চিত করতে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”