জকিগঞ্জে শিশু অধিকার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


জকিগঞ্জ প্রতিনিধি ::
শনিবার (২১ জুন) বিকাল ৩টায় জকিগঞ্জ উপজেলার ভটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় শিশু অধিকার বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা।

সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) ও মা-মণি মহিলা সংস্থার বাস্তবায়নে আয়োজিত এই কর্মশালায় অংশ নেয় কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা। এতে স্থানীয় ১৭ জন শিশু সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।

ওরিয়েন্টেশনে শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। শিশুদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচকরা বলেন, “প্রতিটি শিশুর নিরাপদ, সম্মানজনক এবং স্বপ্নময় শৈশব নিশ্চিত করা আমাদের দায়িত্ব।”

এ সময় উপস্থিত ছিলেন এসডিএস-এর নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদ এবং মা-মণি মহিলা সংস্থার প্রতিনিধি সাকিলা ফেরদৌসী সাকি। তারা শিশুদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে শিশুদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, শিশুদের অধিকার রক্ষায় এসডিএস ও মা-মণি সংস্থা নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন