জকিগঞ্জে লায়ন্স ক্লাবের খাদ্য সামগ্রী বিতরণ


জকিগঞ্জ প্রতিনিধি ::
সিলেটের জকিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ও দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। শনিবার (২১ জুন) ঈদগাহ বাজারের রাইজিংসান কিন্ডারগার্টেন স্কুল মাঠে প্রায় ৫০০ পরিবারকে এই সহায়তা দেওয়া হয়।

লায়ন্স ক্লাবের অর্থায়নে ও খলাছড়া ইউনিয়ন বিএনপির ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হয়। প্রধান অতিথি ছিলেন সিলেট জেলার গভর্নর আশরাফ হোসেন খান হীরা। তিনি বলেন, “দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকাই আমাদের দায়িত্ব।”

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন