আজ মঙ্গলবার (২৭ মে ২০২৫) দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। সকাল ৯টা ৪০ মিনিটে জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে যে আজ সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত দেশের দক্ষিণ-পশ্চিম, দক্ষিণ ও উত্তর-পূর্বাংশে বিভিন্ন সময়বিন্যাসে বৃষ্টিপাত হতে পারে।
বিশেষ করে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জেলায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলোর মধ্যে রয়েছে: সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, নড়াইল, যশোর, ঝিনাইদহ, বরগুনা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি।
দুপুর ৩টা থেকে রাত ৮টার মধ্যে যেসব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেগুলো হলো: ফরিদপুর, শরিয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, রাজবাড়ী, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা ও ঝিনাইদহ।
বিকেল ৫টা থেকে রাত ১২টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরও বিস্তৃত অঞ্চলে। চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা (উত্তর), বরিশাল বিভাগের সব জেলা, সিলেট বিভাগের সব জেলা, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ও ময়মনসিংহ, ঢাকা বিভাগের নরসিংদী, কিশোরগঞ্জ ও গাজীপুর এবং রংপুর বিভাগের রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলায়। এছাড়া রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনা জেলাগুলোর ওপরেও একই সময়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
উল্লেখযোগ্যভাবে, দিনের প্রথমভাগে (দুপুরের আগ পর্যন্ত) বৃষ্টিপাতের মূল সম্ভাবনা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এবং বিকেল থেকে রাতের মধ্যে মধ্য ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা থাকায় সকলকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।