জকিগঞ্জে ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ


জকিগঞ্জ  প্রতিনিধি

জকিগঞ্জে ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। উপজেলার ৯টি ইউনিয়নের ইউপি সদস্যদের নিয়ে চারটি ব্যাচে ভাগ করে এই প্রশিক্ষণ আয়োজন করে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৩ মে) শুরু হয়ে সোমবার (২৬ মে) পর্যন্ত উপজেলা পরিষদ অডিটোরিয়াম ও কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর এ.এম. মুহিবুল হাসানের সঞ্চালনায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে বিভিন্ন সেশন পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সমাপনী বক্তব্যে ইউএনও মো. মাহবুবুর রহমান বলেন, “দরিদ্র ও প্রান্তিক জনগণের ন্যায়বিচার প্রাপ্তির পথ সহজ করতে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রম চলমান রয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে ইউপি সদস্যদের দক্ষতা বাড়বে এবং তাঁরা মাঠপর্যায়ে মানুষকে এই সেবার সুফল সম্পর্কে সচেতন করতে পারবেন।”

প্রশিক্ষণে গ্রাম আদালতের বিচারযোগ্য বিষয়, আবেদন প্রক্রিয়া ও কার্যক্রমের সুচারু প্রয়োগ নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন