জকিগঞ্জে চালের দোকান থেকে ২১০০ পিস ইয়াবা উদ্ধার: দোকান মালিক আটক


জকিগঞ্জ প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জ উপজেলার বাবুরবাজারে একটি চালের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বাবুরবাজার এলাকার একটি চালের দোকানে গোপনে মাদক ব্যবসা চালানোর তথ্য পেয়ে তারা তল্লাশি অভিযান চালায়। এ সময় দোকানটি থেকে প্যাকেটজাত অবস্থায় ২১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে দোকান মালিক ময়নুল হক (৪২) কে আটক করা হয়। তিনি সুলতানপুর গ্রামের মৃত আতর আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়নুল হক ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।

এদিকে ইয়াবা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন