নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ ২০২৫: নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল। শুক্রবার (১৬ মে) ভারতের অরুণাচল প্রদেশের ইটানগরের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় উত্তেজনাপূর্ণ এই ম্যাচ। এই জয়ে শিরোপা ধরে রাখার স্বপ্নে আর মাত্র একটি ধাপ দূরে দাঁড়িয়ে লাল-সবুজের তরুণরা।

প্রথমার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও গোলের দেখা মেলেনি। ম্যাচে উত্তেজনার ছোঁয়া আসে দ্বিতীয়ার্ধে। ৭৩ মিনিটে কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন আশিকুর রহমান। গোলটি আসে নাজমুল হুদা ফয়সালের নিখুঁত কর্নার থেকে। গোল খেয়ে আরও চাপে পড়ে নেপাল। এর মাঝে ৮১ মিনিটে মানিকের পাস পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল, যিনি নিজেও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন পুরো ম্যাচ জুড়ে।

শেষ দিকে নেপাল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। ৮৭তম মিনিটে সুজন দাঙ্গোল গোল করে ব্যবধান কমান। তবে সেটি শুধু সান্ত্বনার গোল হয়েই থেকে যায়। নির্ধারিত সময়ের বাকি সময়ে নেপাল গোলের জন্য মরিয়া হয়ে খেললেও বাংলাদেশের রক্ষণভাগ কোনো সুযোগই দেয়নি।

এই জয়ের ফলে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গত আসরেও ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার সেই শিরোপা ধরে রাখার লক্ষ্যেই ফাইনালে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

গ্রুপ পর্বেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৩-০ ব্যবধানে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে তারা। অন্যদিকে, ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত তাদের সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হবে মালদ্বীপের বিপক্ষে, যারা ‘এ’ গ্রুপ রানার-আপ হয়ে সেমিফাইনালে উঠেছে।

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ মে, একই ভেন্যুতে। বাংলাদেশের সামনে এখন সুবর্ণ সুযোগ টানা দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখার। সমর্থকদের প্রত্যাশা, ফাইনালেও দেখা যাবে আজকের মতোই দৃঢ় প্রত্যয় ও দলগত নৈপুণ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন