হজ্বে রওয়ানা দিচ্ছেন সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম
জকিগঞ্জ প্রতিনিধি :বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলমের পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন উপলক্ষে এক দোয়া মাহফিল ও সংগঠনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে গত শনিবার (১৭ মে) বিকেল ২টায় জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসা কনফারেন্স হলে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ী। উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, প্রচার সম্পাদক মাওলানা ময়নুল হক, সহ-প্রচার সম্পাদক মাওলানা হাবিবুর রহমান আনসারী, শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আব্দুল হালিম লিমন। উপস্থিত ছিলেন উপজেলা আল-ইসলাহ'র সহ-সভাপতি— হাফিজ হাবিবুর রহমান, সদস্য জামাল আহমদ।
সভায় মাওলানা কুতবুল আলম হজ্বের সফর যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে জন্য সকলের কাছে দোয়া চান। নেতাকর্মীরাও পবিত্র স্থানগুলোতে তাঁদের জন্য দোয়া করার অনুরোধ জানান।
এছাড়াও সভায় আগামী ১৪ জুন, শনিবার পবিত্র ঈদুল আদ্হা-পরবর্তী ঈদ পুনর্মিলনী সভার তারিখ নির্ধারণ করা হয়। সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম হজ্ব পালন শেষে দেশে ফিরে আসা পর্যন্ত উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।