আসন্ন বাজেটে প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে ১০ দফা সুপারিশ


নিজস্ব প্রতিবেদক:

২০২৫–২৬ অর্থবছরের জাতীয় বাজেটে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে পারিবারিক কৃষিনির্ভর মানুষের জন্য ৭৩ হাজার কোটি টাকা বরাদ্দের আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি)।

১৫ মে ঢাকার সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে “বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে অংশীদারিত্ব ও জাতীয় বাজেট ২০২৫–২৬” শীর্ষক এক আলোচনায় এ প্রস্তাবনা তুলে ধরা হয়।

সভায় সভাপতিত্ব করেন এএলআরডির চেয়ারপারসন ও মানবাধিকার কর্মী খুশী কবির। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এইচডিআরসি’র গবেষক আসমার ওসমান। স্বাগত বক্তব্য দেন এএলআরডির উপনির্বাহী পরিচালক রওশন জাহান মনি

আলোচনায় আরও অংশ নেন গবেষক ড. মেঘনা গুহঠাকুরতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খায়রুল চৌধুরীরোবায়েত ফেরদৌস, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, আইনজীবী সুস্মিতা চাকমা, সিলেট ডেভেলপমেন্ট সোসাইটির উপ-নির্বাহী পরিচালক জুবায়ের আহমদ, দক্ষিণ সুরমা কলেজের প্রভাষক কাশমীর রেজা, ও দেশের ১৬টি জেলা থেকে আগত আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা।

দশ দফা প্রস্তাবে আরও রয়েছে—

  • গ্রামীণ নারীদের জন্য ৪৩,০০০ কোটি টাকা
  • যুব জনগোষ্ঠীর জন্য ৬৭,০০০ কোটি টাকা
  • কৃষি, ভূমি ও জলাসংস্কার সংশ্লিষ্ট জনগণের জন্য ৫৮,৪০০ কোটি টাকা
  • নগর দরিদ্রদের জন্য ২৬,৭০০ কোটি টাকা
  • হিজড়া জনগোষ্ঠীর জন্য ২০০ কোটি টাকা
  • দলিতদের জন্য ৫০০ কোটি টাকা
  • চা-শ্রমিক ও নদীভাঙা মানুষের জন্য ২৫০ কোটি টাকা করে বরাদ্দের প্রস্তাব

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন