শেষ ওভারে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জিতল বাংলাদেশ ইমার্জিং


রাজশাহীর শহীদ এ.এইচ.এম কামরুজ্জামান স্টেডিয়ামের গ্যালারিতে তখন উত্তেজনা চরমে। ৩০২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ইমার্জিং দল যখন জয় থেকে মাত্র কয়েক রান দূরে, তখন চারদিকে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। শেষপর্যন্ত ২ বল হাতে রেখেই জয় তুলে নেয় টাইগার যুবারা, তাতে সিরিজে ১-০ তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে।

টস জিতে ব্যাটিং নেয় সফরকারীরা। শুরুটা ভালোই করেছিল প্রোটিয়ারা, কিন্তু ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে বাংলাদেশের বোলাররা। রিপন মণ্ডলের নিয়ন্ত্রিত বোলিং আর আহরার আমিন পিয়ানের জোড়া আঘাতে দিশেহারা হয়ে পড়ে সফরকারীরা। তবুও কনর বইড ইস্টারহুইজেনের ৭১ ও সিমেলানের ৩৯ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস দলের রানটাকে নিয়ে যায় ৩০১-এ।

জবাবে ব্যাট হাতে দুর্দান্ত শুরু করেন মাহফিজুল ইসলাম রবিন ও জিসান আলম। উদ্বোধনী জুটিতে আসে ৫২ রান। এরপর রবিন একার হাতে গড়েন ইনিংসের ভিত। ৮৯ বল মোকাবেলা করে ৮৭ রান করে যখন তিনি বিদায় নেন, তখনও ম্যাচ বাংলাদেশের দিকে হেলে পড়েনি। কিন্তু সেই হাল ধরেন অধিনায়ক আকবর আলী।

শেষদিকে অধিনায়ক আকবর আলীর ২৪ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস ম্যাচ ঘুরিয়ে দেয় বাংলাদেশের দিকে। তার বিদায়ের পর তোফায়েল আহমেদ (২০ বলে ২৪) ও রাকিবুল হাসান (১০ বলে ২৪*) দুইজনেই দারুণ দায়িত্বশীল ব্যাটিং করে জয় নিশ্চিত করেন।

এই জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ ইমার্জিং দল। এখন পরের ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে তাদের।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন