নিজস্ব প্রতিবেদক :
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার চারটি মামলায় জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় জকিগঞ্জের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (১২ মে) সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, মামলাগুলোর আসামিরা আগেই উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে তারা এ দিন নিম্ন আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন না মঞ্জুর করে সকলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আত্মসমর্পণকারী নেতাদের মধ্যে রয়েছেন—জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আওয়ামীলীগ নেতা আবুল খায়ের চৌধুরী, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, আওয়ামী লীগ নেতা আব্দুল খালিক, পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুহিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সদস্য আলী আহমদ, ফজলুর রহমান, ইকবাল আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আল আমিন আব্দুল্লাহ সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেলোয়ার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান আহমদ, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ, যুগ্ম সম্পাদক শাহরিয়ার আহমদ সাগর, সাইদুর রহমান সাইদ, যুবলীগ নেতা সাইদুল ইসলাম, সালেহ আহমদ, বালাউটের মাও. মারুফ আহমদসহ ২৬ নেতাকর্মী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশিক উদ্দিন।