বিয়ানীবাজার প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জ রোডের রামধা (গাছতলা) এলাকায় আজ দুপুরে এক সড়ক দুর্ঘটনায় মহিলা ও পুরুষসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে রামধা সংলগ্ন স্থানে, যেখানে একটি যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুটি যানবাহনই ওভারটেক করার চেষ্টা করছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি গাড়ীটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে সিএনজিতে থাকা যাত্রীরা ছিটকে পড়ে মারাত্মক আঘাত পান।
ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।