নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার (২০ মে) ভোর থেকে টানা মুষলধারে ভারী বর্ষণের ফলে জকিগঞ্জ পৌর এলাকার গুরুত্বপূর্ণ বানিজ্যিক কেন্দ্র লঞ্চঘাট কুশিয়ারা রোড জলাবদ্ধ হয়ে পড়ে। বিশেষ করে লঞ্চঘাট সংলগ্ন গলির রাস্তা সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে যাওয়ায় বাজারের ব্যবসায়ীরা ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।
ব্যবসায়ীরা জানান, সামান্য বৃষ্টিতেই এই গলিপথে পানি জমে থাকে। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার যথাযথ সংস্কার না হওয়ায় এবং ময়লা-আবর্জনায় নালা-নর্দমা বন্ধ হয়ে থাকায় সামান্য বৃষ্টিতেই পানি নিষ্কাশন সম্ভব হচ্ছে না। ফলে গলিটি জলাবদ্ধ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে ওঠে।
বাজারে আগত এক ক্রেতা বলেন, “জুতা হাতে নিয়ে হাঁটতে হয়েছে। গলিতে হাঁটার মতো পরিবেশ নেই। দোকানে ঢুকতে গেলে কাঁদা-পানিতে পা ডুবে যাচ্ছে।”
স্থানীয় ব্যবসায়ী মুসলিম উদ্দিন বলেন, “বছরের পর বছর ধরে আমরা এমন দুর্ভোগ পোহাচ্ছি। পৌর কর্তৃপক্ষকে বারবার বলার পরও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। রাস্তায় পানি জমে থাকলে ব্যবসা করাও কঠিন হয়ে পড়ে।”
জকিগঞ্জ পৌরসভার অন্তর্গত এই গলিতে প্রায় অর্ধশতাধিক দোকান রয়েছে। প্রতিদিন কয়েক শত লোকজন এখানে কেনাকাটা করতে আসেন। কিন্তু সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতিবার বর্ষা মৌসুমে এ রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় বলে অভিযোগ স্থানীয়দের।
এ বিষয়ে জকিগঞ্জ পৌরসভার একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। বাজেট বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু হবে।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, পৌরসভার দায়িত্বশীলদের আরও দ্রুত ও পরিকল্পিত পদক্ষেপ নেওয়া উচিত। একইসঙ্গে পানি নিষ্কাশনের জন্য ড্রেন পরিষ্কার রাখা, নালা সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনে একটি টেকসই পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তারা।