ফুলতলী কামিল মাদরাসায় মরহুম শিক্ষকদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত


জকিগঞ্জ প্রতিনিধি ::

সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদরাসায় প্রতিষ্ঠানটির মরহুম উস্তাযগণ—হযরত মাওলানা আব্দুল আজিজ আটগ্রামী (রহ.), হযরত মাওলানা আব্দুল খালিক পুকরার হুজুর (রহ.) সহ অন্যান্য মরহুম আসাতিযায়ে কিরামের রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন, মিলাদ শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মে) বাদ জোহর থেকে আয়োজিত এ মাহফিলে দোয়া পরিচালনা করেন মাদরাসার সম্মানিত উপাধ্যক্ষ হযরত মাওলানা হবিবুর রহমান ছাহেব। এতে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান, মুহাদ্দিস মাওলানা নাজমুল হুদা খান, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা মোহাম্মদ আলীসহ শিক্ষকবৃন্দ।

দোয়া মাহফিলে মাদরাসার সব জামাতের ছাত্ররা অংশগ্রহণ করে এবং গভীর শ্রদ্ধার সঙ্গে মরহুম উস্তাযদের স্মরণ করে তাদের জন্য মাগফিরাত কামনা করে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন