স্টাফ রিপোর্ট :
সিলেট সোস্যাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (এসএসডিএ)-এর উদ্যোগে বিশ্বনাথের লেচু মিয়া স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘ট্যালেন্ট হান্ট অ্যান্ড প্লেসমেন্ট প্রোগ্রাম-২০২৫’।
সোমবার (১৯ মে) দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। তরুণ-তরুণীদের সৃজনশীলতা, উন্নয়নমূলক চিন্তাভাবনা, যোগাযোগ দক্ষতা ও নেতৃত্ব বিকাশই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
এসএসডিএ সভাপতি মোহাম্মদ ওলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ ফয়জুল হক, সাধারণ সম্পাদক ফকরুজ্জামান, কো-অর্ডিনেটর খলিলুর রহমান ফয়সলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসএসডিএ’র নেতারা বলেন, সৃজনশীল প্রজন্মই গড়ে তুলবে আগামীর উন্নত বাংলাদেশ।