জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে রোহিঙ্গা ও বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশে ঢোকানোর (পুশ-ইন) অপচেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি জকিগঞ্জ ক্যাম্পের নায়েক সুবেদার ফারুক আহমদ জানান, সীমান্তবর্তী এলাকায় ৪টি ট্রাকে রোহিঙ্গাদের জড়ো করে পুশ-ইনের চেষ্টা করছে বিএসএফ।
তিনি বলেন, “আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ উপজেলা প্রশাসন ও পুলিশকে জানিয়েছি। সীমান্তজুড়ে সতর্ক অবস্থানে রয়েছি।”
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, বিজিবির পক্ষ থেকে বিষয়টি অবহিত করা হয়েছে। পুশ-ইনের আশঙ্কায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।