বিয়ানীবাজারে চাঞ্চল্য : মাথিউরার চেয়ারম্যান আমান উদ্দিন বরখাস্ত


নিজস্ব প্রতিবেদক, (বিয়ানীবাজার)

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ৭নং মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ইউনিয়ন পর্যায়ের দায়িত্ব পালনে ‘গাফিলতি’, ‘ক্ষমতার অপব্যবহার’ এবং ‘অপরাধমূলক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ মে) এ তথ্য নিশ্চিত করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা মুন্না। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. নূরে আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের মার্চ—এই সময়কালে মাসিক সমন্বয় সভায় ধারাবাহিকভাবে অনুপস্থিত থাকা, প্রশাসনিক দায়িত্ব পালনে অবহেলা এবং নীতিবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১৯ ডিসেম্বর চেয়ারম্যান আমান উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এছাড়া অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, চেয়ারম্যান আমান উদ্দিনের কার্যকলাপ জনস্বার্থ পরিপন্থী এবং পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সেক্ষেত্রে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(খ) ও (ঘ) ধারায় অপরাধ সংঘটিত হওয়ায় তাকে ৩৪(১) ধারা অনুযায়ী বরখাস্ত করা হয়েছে।

চেয়ারম্যান আমান উদ্দিন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ৩,৪৫৭ ভোটে জয়লাভ করেন। তিনি বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন। তবে তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলাসহ নানা অভিযোগ রয়েছে।

এদিকে ইউএনও গোলাম মোস্তফা মুন্না বলেন, “চেয়ারম্যান সাময়িক বরখাস্ত হওয়ায় পরিষদের সেবামূলক কার্যক্রম সচল রাখতে পরিষদের সদস্যরা প্যানেল চেয়ারম্যানদের মধ্য থেকে একজনকে দায়িত্বে আনবেন। অন্যথায় প্রশাসনিকভাবে একজন প্রশাসক নিয়োগ করা হবে।”

স্থানীয় মহলে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন—জনগণের ভোটে নির্বাচিত হয়ে কেউ যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন এবং অপরাধে জড়ান, তাহলে তা পুরো ইউনিয়নের জন্যই দুর্ভাগ্যের।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন