জকিগঞ্জ এসোসিয়েশনের আয়োজনে তিন প্রবাসীকে সংবর্ধনা


জকিগঞ্জ প্রতিনিধি:

সমমনা প্রবাসীদের সংগঠন জকিগঞ্জ এসোসিয়েশনের উদ্যোগে সংবর্ধিত হয়েছেন সংগঠনের তিনজন প্রবাসী সদস্য। গতকাল ১০ মে, শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটে জকিগঞ্জ পৌর শহরের সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়।

ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধনা জানানো হয় এসোসিয়েশনের উপদেষ্টা ও যুক্তরাজ্যপ্রবাসী মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, আইটি সম্পাদক ও সৌদি আরব প্রবাসী হেলাল আহমদ এবং সহ-প্রচার সম্পাদক ওমানপ্রবাসী শামসুল হুদা খানকে। প্রবাসে থেকেও সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাদের এ সম্মাননা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাওলানা ইমাদ উদ্দিন গোটারগ্রামী, বাংলাদেশ বিষয়ক সমন্বয়ক মাওলানা ফদ্বলুর রহমান, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সাংবাদিক এনামুল হক মুন্না, জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার কর্মচারী ইসলাম উদ্দিন এবং এসোসিয়েশনের অফিস প্রতিনিধি ময়নুল হক।

বক্তারা প্রবাসীদের সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং জকিগঞ্জ এসোসিয়েশনকে একটি শক্তিশালী সামাজিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথিদের হাতে ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন