জকিগঞ্জ প্রতিনিধি ::
সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ বাজারে ভয়াবহ কালবৈশাখী ঝড়ে শতবর্ষী একটি বটগাছ ভেঙে পড়ে তিনটি দোকান ধ্বংস হয়ে গেছে। শনিবার (১০ মে) রাত আনুমানিক ৩টার দিকে ঘটে এ ঘটনা। গাছ ভেঙে পড়ার সময় এক দোকানি দোকানের ভেতরে ছিলেন, তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান।
স্থানীয়রা জানান, গভীর রাতে শুরু হওয়া প্রবল ঝড়ে বাজারের পাশে দাঁড়িয়ে থাকা বিশাল বটগাছটি হঠাৎ উপড়ে পড়ে। গাছটির নিচে থাকা একটি মুদি দোকান, একটি চায়ের দোকান ও একটি কাঠের দোকান পুরোপুরি গুঁড়িয়ে যায়। পাশের একটি মসজিদের দেয়ালও আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফয়সাল আহমদ (৩২) জানান, “আমি প্রতিদিনের মতো দোকানে ঘুমাচ্ছিলাম। হঠাৎ ঝড় শুরু হয়। তারপরই বিকট শব্দে গাছটি ভেঙে পড়ে। মুহূর্তেই পাশের দোকানের বারান্দায় দৌড়ে গিয়ে জীবনটা কোনোরকমে বাঁচাতে পেরেছি। দোকান ও সব মালামাল শেষ হয়ে গেছে।”
বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু বলেন, “বটগাছটি বহু পুরোনো ও মরা অবস্থায় ছিল। বহুদিন ধরে এটি ঝুঁকিপূর্ণ ছিল। এখন বড় ক্ষতি হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসনের প্রতি অনুরোধ জানাই।”
জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুবুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে খোঁজ নিচ্ছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”
স্থানীয়রা জানান, ক্ষতির পরিমাণ দুই লাখ টাকার বেশি হতে পারে ।