আজ ১২ মে, সোমবার। দেশের আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে। ফলে গরমের প্রকোপ কিছুটা কমলেও রোদ ও আর্দ্রতার কারণে অস্বস্তি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে। সবচেয়ে বড় খবর হলো, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তাপপ্রবাহ ধীরে ধীরে প্রশমিত হতে পারে। ফলে কিছুটা স্বস্তির আশা করছেন আবহাওয়াবিদরা।
সর্বশেষ আবহাওয়ার আপডেট পেতে ভিজিট করুন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর অথবা চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।